top of page

Forum Posts

বউল বিতান
Jun 07, 2021
In ওঁকে ঘিরে
ওঁকে ঘিরে বহু মানুষের বহু স্মৃতি যা সকলে মন-প্রাণ খুলে জানাচ্ছেন পত্র-পত্রিকায়, সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে, পারস্পরিক আলাপ-আলোচনায় আমরা তার সামান্য কিছুই শ্রদ্ধার অর্ঘ্য অংশে তুলে ধরতে শুরু করেছি। সবগুলিকে একত্রিত করতে চাই আপনাদের সাহায্য। আপনার মনে পড়ছে যা, সকলের সঙ্গে শেয়ার করে নিতে ইচ্ছে করছে যা লিখুন না এখানেও! সবাই-ই খুশি হবেন। অনেক ধন্যবাদ। ভাল থাকবেন। নমস্কার জানবেন।
0
1
50
বউল বিতান
Jun 07, 2021
In ওঁকে ঘিরে
পুষ্পজিৎ রায়ের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াসে যোগদান করতে, মতামত দিতে, নতুনতর প্রস্তাব রাখতে সকলকে আহ্বান করি বারং বার। নানান সংস্থা, বহু ব্যক্তিবর্গ এই কাজে ইতিমধ্যেই ব্রতী হয়েছেন স্মরণ অনুষ্ঠান ও অন্যান্য উদ্‌যোগের মাধ্যমে। তাঁদের কাছে আমাদের বিনম্র অনুরোধ আপনাদের সেই সব উদ্যোগের বিস্তারিত যদি এখানে তুলে ধরেন, তবে জানতে পারেন সকলে, আমরাও অবহিত হই, ... অনুরোধ জানাই নিচের কমেন্ট বক্সে আপনাদের উদ্যোগটি সবিস্তারে লিখতে। সঙ্গে এইসব ডিটেইলস থাকলে ভালঃ উদ্যোগ/অনুষ্ঠানটির তারিখ উদ্যোগ/অনুষ্ঠানটির স্থান অনলাইন হলে লিঙ্ক / অনসাইট হলে ঠিকানা একক/যৌথ উদ্যোক্তার নাম ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর বিষয় উপস্থিত ব্যক্তিবর্গ বিশেষ তথ্য উদ্যোগ/অনুষ্ঠানটির ছবি, ভিডিও ইত্যাদি অ্যাটাচমেন্ট হিসেবে এগুলির যে আপনার/আপনাদের পছন্দ বা আপনার/আপনাদের পক্ষে সম্ভবপর শুধুমাত্র সেইটিই দিন। যে কোনও সমস্যায় আমাদের জানান। অনেক ধন্যবাদ। নমস্কার জানবেন।
0
0
26
বউল বিতান
Jun 06, 2021
In বউল বিতান
আজীবন মানবদরদী, যুক্তিবাদী, সুবিবেচক মানুষটিকে যথাযথ মর্যাদা দিতে এবং পুষ্পজিৎ রায়ের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা চাই — কোভিড-জনিত পরিস্থিতি স্বাভাবিক হলে উন্মুক্ত প্রাঙ্গণে ওঁর স্মরণ অনুষ্ঠান আয়োজন করতে ইতিমধ্যে একটি স্মরণিকা প্রকাশ করতে। ওঁর রচনা এবং ওঁকে ঘিরে রচনাবলীকে প্রকাশ করতে বছরে দুটি স্মারক বক্তৃতার আয়োজন করতে শিশু-কিশোরের বিকাশের উপযোগী পরিবেশ গঠনে সহায়তা করতে পুষ্পজিৎ রায়ের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াসে যোগদান করতে, মতামত দিতে, নতুনতর প্রস্তাব রাখতে সকলকে আহবান করি। এই আঙিনার সঙ্গে থাকুন যোগ দিন বউল বিতানের এই ভার্চুয়াল আসরে দিন আপনার মতামত স্মারক বক্তৃতার বিষয় নির্বাচন করুন লিখুন, বলুন, শোনান ওঁকে ঘিরে আপনার স্মৃতিচারণা লিপিবদ্ধ করুন ওঁকে আপনার-আপনাদের উদ্যোগের কাহিনী স্মরণিকার জন্য লিখুন, ছবি আঁকুন, সাজান যা কিছু আপনার মনের মত যে কোনও বক্তব্য জানান নিচে কমেন্ট বক্সে অনেক ধন্যবাদ। প্রথম পাতা
0
0
36
বউল বিতান
Jun 06, 2021
In ওঁকে ঘিরে
পুষ্পজিৎ রায়ের স্মরণে বউল বিতান বছরে ২টি স্মারক বক্তৃতার আয়োজন করবে বলে মনস্থ করেছে। একটি বক্তৃতা দেবেন শিল্প-সাহিত্য-সংস্কৃতির জগতে সদ্য শুরু করেছেন এমন একজন ব্যক্তি। আর একটি বক্তৃতা দেবেন এমন একজন যাঁকে এক ডাকে চেনেন প্রায় সকলেই। যিনি অভিজ্ঞতর। বিষয়গুলি হতে পারে সমাজ-শিল্প-সাহিত্য-সংস্কৃতির যে কোনও শাখার যে কোনও কিছু। তবে কোনওভাবেই এগুলি ব্যক্তি পুষ্পজিৎ রায়ের সঙ্গে সম্পর্কযুক্ত হবে না, হবে বৃহত্তর প্রেক্ষিতে ... অনুরোধ নিচে কমেন্ট বক্সে জানান আপনার প্রিয় বিষয় দুটি এবং তার কারণ।
0
0
20
বউল বিতান
Jun 06, 2021
In বউল বিতান
পুষ্পজিৎ রায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুক্তিবাদী আধুনিক মননশীল সংস্কৃতিচর্চার ও জীবনচর্যার প্রসার ঘটানোর লক্ষ্যে আত্মপ্রকাশ করছে বউল বিতান । সেই "গুনগুনানি"কে সম্মাননা সংকলন-এ রূপ দান ও প্রকাশ করেছিলেন পুষ্পজিৎ রায়ের কয়েকজন ছাত্রছাত্রী ও গুণমুগ্ধ — বিশেষতঃ অনিমেষ দাস, তনুশ্রী ঘােষ, রবীন্দ্রনাথ পাণ্ডে-র সম্পাদনায় জগদীশ সরকার, বাসন্তী হেমব্রম, অনামিকা পাল ও শাহনওয়াজ পরভীন (ময়না)। তত্ত্বাবধায়ক ছিলেন গজেন কুমার বাড়ই, বিকাশ রায়, অনামিকা পাল, সন্দীপ বর্মণ।। অনুপ্রেরণা ও উৎসাহ হিসেবে সঙ্গে ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিত্ত মণ্ডল, সমাজ-সংস্কৃতি বিষয়ে গবেষণামূলক পত্রিকা ঐকতান -এর সম্পাদক ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম নিবন্ধক নীতীশ বিশ্বাস, কবি ও অধ্যাপক অমল চক্রবর্তী, কবি রথীন্দ্রনাথ ভৌমিক, অধ্যাপক অর্ণব সেন, অধ্যাপক দিগ্বিজয় সরকার, শিক্ষক সতীশচন্দ্র সরকার, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক মহঃ জালালুদ্দিন, গ্রন্থগার কর্মী চন্দন নন্দী, সুকান্ত ভৌমিক, প্রাবন্ধিক শ্যামল মৈত্র এবং স্বপ্না রায়। ​আমাদের স্যার নামে সংকলনটি প্রকাশ পায় ১৪১৮-র ১লা বৈশাখ। সংকলনে "কবিতার পুষ্পজিৎ" নামে লেখাটি অনির্বাণ দত্ত শুরু করেন ওপরের কথাগুলি উচ্চারণ করে। খড়ের চালা দিয়ে একটি বকুল গাছ ঘিরে সবুজ অবুঝ প্রাঙ্গণে পুষ্পজিৎ গড়ে তুলেছিলেন একটি উন্মুক্ত বেদি। নাম দিয়েছিলেন 'বউল বিতান' — শিশুরা খেলত, নাচত, গাইত গান, বানাত মাটির পুতুল, সভা বসত বড়দেরও, সাহিত্যবাসর, আড্ডা — পারিবারিক, প্রাতিষ্ঠানিক, রাজনৈতিক, সাংগঠনিক;খুব ফরমাল, একেবারে অনাড়ম্বর, অথচ অবারিত ... এই ভার্চুয়াল বউল বিতান শুরু হচ্ছে আমাদের স্যার সংকলনটির কাঠামোটিকে ভর করে, মূলতঃ ওঁকে নিয়ে সেই সময়ের লেখাগুলিকে একত্রিত করে। সঙ্গে আছে ওঁর প্রয়াণে উচ্চারিত মানুষজনের শ্রদ্ধার অর্ঘ্য। ওঁর ব্যক্তিত্বের আঙিনায় একত্রিত হয়ে আমরা ওঁর থেকে সতত আহরণের চেষ্টা করে যেতে চাই। এই প্রয়াস আমাদের প্রাপ্তি, আমাদের কর্তব্য প্রথম পাতা
বউল বিতানের সূচনা content media
0
0
122

বউল বিতান

Admin
More actions
bottom of page