সংবাদদাতা, মালদহ: মালদহের বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক পুষ্পজিৎ রায় প্রয়াত। বৃহস্পতিবার মালদহের একটি বেসরকারি নার্সিংহােমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সম্প্রতি তিনি করােনায় আক্রান্ত হয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সহপাঠী এবং মালদহ কলেজের দীর্ঘদিনের শিক্ষক পুস্পজিৎ রায় ভারতীয় গণনাট্য সঙ্ঘ ও গণতান্ত্রিক লেখক ও শিল্পী সঙ্ঘের সঙ্গে শুরু থেকেই ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। জেলার শিক্ষা আন্দোলন এবং বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কিত গবেষণাতেও তাঁর অবদান অনস্বীকার্য। এই প্রবীণ শিক্ষক ও সাহিত্যিকের প্রয়াণে গভীর শােকের ছায়া নেমে এসেছে জেলার শিক্ষা-সংস্কৃতি মহলে।
বর্তমান, ৭ মে ২০২১
Komentarze