পুষ্পজিৎ রায়ের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াসে যোগদান করতে, মতামত দিতে, নতুনতর প্রস্তাব রাখতে সকলকে আহ্বান করি বারং বার। নানান সংস্থা, বহু ব্যক্তিবর্গ এই কাজে ইতিমধ্যেই ব্রতী হয়েছেন স্মরণ অনুষ্ঠান ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে। আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ আপনাদের ও অন্যান্যদের সেই সব উদ্যোগের বিস্তারিত যদি এখানে তুলে ধরেন, তবে জানতে পারেন সকলে, আমরাও অবহিত হই, ...
অনুরোধ জানাই নিচের কমেন্ট বক্সে আপনাদের উদ্যোগটি সবিস্তারে লিখতে। সঙ্গে এইসব ডিটেইলস থাকলে ভালঃ
উদ্যোগ/অনুষ্ঠানটির তারিখ
উদ্যোগ/অনুষ্ঠানটির স্থান
অনলাইন হলে লিঙ্ক / অনসাইট হলে ঠিকানা
একক/যৌথ
উদ্যোক্তার নাম ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর
বিষয়
উপস্থিত ব্যক্তিবর্গ
বিশেষ তথ্য
উদ্যোগ/অনুষ্ঠানটির ছবি, ভিডিও ইত্যাদি অ্যাটাচমেন্ট হিসেবে
এগুলির যে আপনার/আপনাদের পছন্দ বা আপনার/আপনাদের পক্ষে সম্ভবপর শুধুমাত্র সেইটিই দিন। যে কোনও সমস্যায় আমাদের জানান।
অনেক ধন্যবাদ। নমস্কার জানবেন।
Comments