কমরেড
ছিলেন আজীবন বামপন্থী, লড়াইয়ের ময়দান ছেড়ে কখনও ঘরে বসে থাকেননি। প্রান্তিক মানুষের কথা, তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতির আখ্যানকে নিজস্ব কলমের জোরে বারবার আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। মালদার জনসমাজের নিজস্ব লোকসাহিত্য-সংস্কৃতির ভিতরের কথাগুলোকে, শিল্পীদের লড়াই সংগ্রামের ধারাবাহিক ইতিহাসকে, বাস্তবতাকে লিপিবদ্ধ করেছেন তাঁর বিভিন্ন লেখায়। তাদের অধিকার আদায়ের জন্য নিরবিচ্ছিন্নভাবে সরব থেকেছেন। গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, গণনাট্য সংঘ ও আদিবাসী লোকশিল্পী সংঘের নিবিড় কাজকর্মের বাইরেও তাঁর লড়াইয়ের একটা বিস্তৃত পরিধি ছিল। তিনি যথার্থ ভাবেই হয়ে উঠেছিলেন প্রান্তে বাস করা এইসব মানুষের কাছের লোক, প্রকৃত সাথী, কমরেড।
" ..... চাই সংগ্রাম। লাগাতার সংগঠিত সংগ্রাম। এক নতুন ধরনের নতুন প্রক্রিয়ার সংগ্রাম। তবু এর মধ্যেই আবাদ হচ্ছে।ফসল তো ফলছে। এক এলাকার প্রত্যক্ষ প্রভাবে আর এক এলাকায় অনুশীলন বাড়ছে। নতুন নতুন শিল্পীর সমন্বয় ঘটছে। স্বাভাবিক সংকোচ ও দুর্বলতা কাটছে । মালদহে অবলুপ্তপ্রায় বিপথগামী আলকাপের মত কোনও কোনও দল পঞ্চরসের পঙ্ক থেকে নতুন করে জেগে উঠছে। আত্মবিশ্বাস ও মর্যাদাবোধে লোকশিল্পীর অগ্রগতি ঘটছে ... সরকারও সহমর্মিতার বিছন দিচ্ছে .... "
'আত্মবিশ্বাস ও মর্যাদার ভিত্তিভূমি'
১৯৮৮
আজকে নিষ্প্রাণ শরীরে লাল পতাকা মেলে ধরতেই জেগে উঠলেন তিনি। আবার ধবধপে সাদা পাজামা পাঞ্জাবিতে নিপাট মানুষটি ধীর পায়ে সামনে এসে দাঁড়ালেন, মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠস্বরে আমাদের সবাইকে চুপ করিয়ে বলে উঠলেন ....
Comments