আপনার স্মৃতিচারণা
- বউল বিতান
- Jun 6, 2021
- 1 min read
ওঁকে ঘিরে বহু মানুষের বহু স্মৃতি যা সকলে মন-প্রাণ খুলে জানাচ্ছেন পত্র-পত্রিকায়, সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে, পারস্পরিক আলাপ-আলোচনায় আমরা তার সামান্য কিছুই শ্রদ্ধার অর্ঘ্য অংশে তুলে ধরতে শুরু করেছি। সবগুলিকে একত্রিত করতে চাই আপনাদের সাহায্য। আপনার মনে পড়ছে যা, সকলের সঙ্গে শেয়ার করে নিতে ইচ্ছে করছে যা লিখুন না এখানেও! সবাই খুশি হবেন।
নিচের কমেন্ট বক্সেই লেখা যাবে।
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
নমস্কার জানবেন।

Comments