top of page

সবারে করি আহ্বান

আজীবন মানবদরদী, যুক্তিবাদী, সুবিবেচক মানুষটিকে যথাযথ মর্যাদা দিতে এবং পুষ্পজিৎ রায়ের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা চাই —

  • কোভিড-জনিত পরিস্থিতি স্বাভাবিক হলে উন্মুক্ত প্রাঙ্গণে ওঁর স্মরণ অনুষ্ঠান আয়োজন করতে

  • ইতিমধ্যে একটি স্মরণিকা প্রকাশ করতে।

  • ওঁর রচনা এবং ওঁকে ঘিরে রচনাবলীকে প্রকাশ করতে

  • বছরে দুটি স্মারক বক্তৃতার আয়োজন করতে

  • শিশু-কিশোরের বিকাশের উপযোগী পরিবেশ গঠনে সহায়তা করতে


পুষ্পজিৎ রায়ের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াসে যোগদান করতে, মতামত দিতে, নতুনতর প্রস্তাব রাখতে সকলকে আহবান করি।


অনেক ধন্যবাদ।


291 views3 comments

3 Comments


Guest
Aug 02, 2021

স্বপ্নাদি , আপনার সঙ্গে যোগাযোগ হয়ে খুব ভালো হলো ! কোবিদ এর ঢেউ কেটে গেলে কিছু করতে পারবো ! ভালো থাকবেন !

Like

Guest
Jul 06, 2021

খুব প্রয়োজনীয় উদ্যোগ।স্যরের বিপুল কর্মকান্ড যেন সুরক্ষিত থাকে।

Like

Guest
Jun 23, 2021

সময়ের প্রয়োজনে এই উদযোগ ও আয়োজনকে শুভেচ্ছা, স্বাগত জানাই। কালী রঞ্জন বর্মণ, বাংলাদেশ।

Like
bottom of page