সবারে করি আহ্বান
- বউল বিতান
- May 6, 2021
- 1 min read
Updated: Jun 13, 2021
আজীবন মানবদরদী, যুক্তিবাদী, সুবিবেচক মানুষটিকে যথাযথ মর্যাদা দিতে এবং পুষ্পজিৎ রায়ের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা চাই —
কোভিড-জনিত পরিস্থিতি স্বাভাবিক হলে উন্মুক্ত প্রাঙ্গণে ওঁর স্মরণ অনুষ্ঠান আয়োজন করতে
ইতিমধ্যে একটি স্মরণিকা প্রকাশ করতে।
ওঁর রচনা এবং ওঁকে ঘিরে রচনাবলীকে প্রকাশ করতে
বছরে দুটি স্মারক বক্তৃতার আয়োজন করতে
শিশু-কিশোরের বিকাশের উপযোগী পরিবেশ গঠনে সহায়তা করতে
পুষ্পজিৎ রায়ের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াসে যোগদান করতে, মতামত দিতে, নতুনতর প্রস্তাব রাখতে সকলকে আহবান করি।
এই আঙিনার সঙ্গে থাকুন
যোগ দিন বউল বিতানের এই ভার্চুয়াল আসরে
দিন আপনার মতামত
স্মারক বক্তৃতার বিষয় নির্বাচন করুন
লিখুন, বলুন, শোনান ওঁকে ঘিরে আপনার স্মৃতিচারণা
লিপিবদ্ধ করুন ওঁকে আপনার-আপনাদের উদ্যোগের কাহিনী
স্মরণিকার জন্য লিখুন, ছবি আঁকুন, সাজান যা কিছু আপনার মনের মত
যে কোনও বক্তব্য জানান নিচে কমেন্ট বক্সে
অনেক ধন্যবাদ।
স্বপ্নাদি , আপনার সঙ্গে যোগাযোগ হয়ে খুব ভালো হলো ! কোবিদ এর ঢেউ কেটে গেলে কিছু করতে পারবো ! ভালো থাকবেন !
খুব প্রয়োজনীয় উদ্যোগ।স্যরের বিপুল কর্মকান্ড যেন সুরক্ষিত থাকে।
সময়ের প্রয়োজনে এই উদযোগ ও আয়োজনকে শুভেচ্ছা, স্বাগত জানাই। কালী রঞ্জন বর্মণ, বাংলাদেশ।