অবিকল্প মানুষ বটে আপনি
সেই কবে থেকে হাঁটছেন তো হাঁটছেনই
এবার একটু থামুন
একটু জিরিয়ে নিন !
সেই কবে থেকে ঠাকুরদাস বন্দ্যোর হাত ধরে
হাঁটতে-হাঁটতে
হাঁটতে-হাঁটতে সাগর
এবং সাগর থেকে গভীরতম সাগর
সেসব কথা পুরো ১০০ বছর ;
আপনি চলে যাবার পর
পায়ে পায়ে
পিছু পিছু
মাথার ঘাম পায়ে ফেলে
অনেক বন্য মোষ তাড়িয়ে
বর্ণমালার বিপর্যয়ে
অবিদ্যার এ জনস্থানে
নিন্দামন্দ খানাখন্দ
প্রস্রবণ গিরি পেরিয়ে
ছুটতে ছুটতে ১00 বছর পুরো।
কিছুতেই আপনাকে ছুঁতে পারছিনা অক্ষয় মনুষ্যত্ব
আপনি কেমন করে হাঁটেন এত অজেয় পৌরুষ?
Comments