top of page

আপনি কেমন করে হাঁটেন এতো?

অবিকল্প মানুষ বটে আপনি

সেই কবে থেকে হাঁটছেন তো হাঁটছেনই

এবার একটু থামুন

একটু জিরিয়ে নিন !


সেই কবে থেকে ঠাকুরদাস বন্দ্যোর হাত ধরে

হাঁটতে-হাঁটতে

হাঁটতে-হাঁটতে সাগর

এবং সাগর থেকে গভীরতম সাগর


সেসব কথা পুরো ১০০ বছর ;


আপনি চলে যাবার পর

পায়ে পায়ে

পিছু পিছু

মাথার ঘাম পায়ে ফেলে

অনেক বন্য মোষ তাড়িয়ে

বর্ণমালার বিপর্যয়ে

অবিদ্যার এ জনস্থানে

নিন্দামন্দ খানাখন্দ

প্রস্রবণ গিরি পেরিয়ে

ছুটতে ছুটতে ১00 বছর পুরো।


কিছুতেই আপনাকে ছুঁতে পারছিনা অক্ষয় মনুষ্যত্ব

আপনি কেমন করে হাঁটেন এত অজেয় পৌরুষ?



217 views0 comments

Comments


bottom of page